ওয়েব ডেস্ক: ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমিয়ে আনল কেন্দ্র। কোপ পড়ল পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও। আগামী ১ এপ্রিল, নতুন অর্থবর্ষ থেকেই এই নতুন নির্দেশিকা চালু হবে বলে জানিয়েছে কেন্দ্র।(আধার অ্যাক্ট ২০১৬-র দোহাই দিয়ে মিড-ডে মিলে আধার নিয়ে অনড় কেন্দ্র



অর্থমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে সুদের হার থাকবে ৮ শতাংশ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতই এই স্কিম কার্যকর হবে। তবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে সুদের হার ৮.৫ শতাংশই বজায় থাকবে বলেই জানিয়েছে কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তে মধ্যবিত্তদের কপালে হাত, সমস্যায় পড়বে 'গরীব'রাও, মত অর্থনীতি বিশেষজ্ঞদের।(সাংবিধানিক বেঞ্চেই তিন তালাক শুনানি, জানাল সুপ্রিম কোর্ট