ওয়েব ডেস্ক:  সবই নোট বাতিলের কৃপা! দেশ থেকে রাতারাতি ৫০০ ও ১০০০-এর চলতি নোট বাতিল করার সময় থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানতের উপরে সুদের হার একধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে বিভিন্ন রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্ক। অতঃপর, বিপদে পড়েছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তরা। বিশেষ করে, পেনশনভোগীদের অবস্থা আরও খারাপ। ব্যাঙ্কে টাকা রেখে তাঁদের আগে যা মাসিক আয় হত, এখন তা ক্রমশ নিম্নমুখী। এমতাবস্থায় জেনে নিন, আরবিআই অনুমোদীত কোন কোন ব্যাঙ্কগুলিতে টাকা রাখলে, আপনি লাভবান হবেন।

ব্যাঙ্কবাজার ডট কম-এ প্রকাশিত তথ্য অনুযায়ী,

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইয়েস ব্যাঙ্কে সুদের হার ১ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ, তার বেশি হলে ৬ শতাংশ।

বন্ধন ব্যাঙ্কে সুদের হার ১ লক্ষ টাকা পর্যন্ত ৪ শতাংশ, তার বেশি হলে ৬ শতাংশ।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে সুদের হার ১ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ, তার বেশি হলে ৬ শতাংশ।

ইন্ডাসিন্ড ব্যাঙ্কে সুদের হার ১০ লক্ষ টাকা পর্যন্ত ৪ শতাংশ, বেশি হলে ৫ শতাংশ।

লক্ষ্মী বিলাস ব্যাঙ্কে সুদের হার ১ লক্ষ টাকা পর্যন্ত ৪ শতাংশ, ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫.২৫ শতাংশ, বেশি হলে ৬.২৫ শতাংশ।

আরবিএল ব্যাঙ্কে সুদের হার ১ লক্ষ টাকা পর্যন্ত ৫.৫ শতাংশ, ৫ লক্ষ টাকা পর্যন্ত ৬ শতাংশ, বেশি হলে ৬.৫ শতাংশ।

একবার মিলিয়ে নিন তালিকাটা


 

বর্তমান পরিস্থিতিতে নতুন গ্রাহক টানতেই ব্যাঙ্কগুলি এই উদ্যোগ নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।