নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী বিলের (CAB) বিরোধিতা করে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের আইপিএস অফিসার আবদুর রহমান। ওই বিল সংবিধানের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ ১৯৯৯ ব্যাচের আইপিএস অফিসার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবদুর রহমান জানান, সংবিধানের ১৪, ১৫ এবং ২১ অনুচ্ছেদ লঙ্ঘন করছে নাগরিকত্ব সংশোধনী বিল। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া এ দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুন্ন করে বলে তাঁর দাবি। এই বিল আইনে পরিণত হলে সম্প্রীতি, ভ্রাতৃত্ব বিঘ্নিত হবে বলে আশঙ্কা করেন তিনি।


গতকাল রাজ্যসভায় তুমুল বিতর্কের মধ্যে সিএবি পাশ করাতে সক্ষম হয় কেন্দ্র। সংসদে উপস্থিত ২৩০ সংসদের মধ্যে বিলের পক্ষে ভোট দেন ১২৫ সাংসদ। বিপক্ষে ১০৫। শিবসেনার ৩ সাংসদ ভোটদানে বিরত থাকেন। তবে, ওই বিল সংসদের উভয় কক্ষে পাশ হলেও  সুপ্রিম কোর্টের গেঁড়োয় ঝুলে রইল। আজই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের তরফে ওই বিলের বৈধতার প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।



আরও পড়ুন- 'নাগরিকত্ব সংশোধনী বিল 'অবৈধ', সুপ্রিম কোর্টে মামলা ইন্ডিয়ান মুসলিম লিগের


সিএবি-র বিরোধিতা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একহাত নেন আবদুর রহমান। ওই বিলের ব্যাখ্যা করতে ইতিহাস বিকৃত করছেন অমিত শাহ। উল্লেখ্য, অগস্টে স্বেচ্ছা অবসরে আবেদন জানিয়েছিলেন আবদুর রহমান। এখনও পর্যন্ত তাঁর ওই আবেদনে সাড়া মেলেনি বলে জানা যায়।