'নাগরিকত্ব সংশোধনী বিল 'অবৈধ', সুপ্রিম কোর্টে মামলা ইন্ডিয়ান মুসলিম লিগের
রাজ্যসভায় বুধবার পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে সংসদে। ওই বিলটির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। Indian Union Muslim League (IUML)-এর আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন,''নাগরিকত্ব সংশোধনী বিলকে বেআইনি ও পরিত্যক্ত ঘোষণার আর্জি করা হয়েছে আদালতে।''
বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাস হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বিরোধীরা। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। বিলটি বেআইনি ঘোষণার দাবি করেছে তারা।
Indian Union Muslim League (IUML) have filed a writ petition against #CitizenshipAmendmentBill2019 in Supreme Court today.
— ANI (@ANI) December 12, 2019
Senior Advocate Kapil Sibal to represent Indian Union Muslim League (IUML) in Supreme Court. IUML in its petition pleaded the SC to declare #CitizenshipAmendmentBill2019 as illegal and void. https://t.co/xB3VbwSHCR
— ANI (@ANI) December 12, 2019
বুধবার রাজ্যসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি সিলেক্ট পাঠানোর দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু ভোটাভুটিতে খারিজ হয়ে যায় তা। এরপর ১৪টি সংশোধনী প্রস্তাবও প্রত্যাখ্যাত হয় ভোটাভুটিতে। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল বিলটির ভাগ্য। প্রায় ৮ ঘণ্টা বিতর্কের পর পাস হয় বিলটি। ভোটাভুটির সময় ২৪০ জন সাংসদের মধ্যে রাজ্যসভার অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন ২৩০ জন। তার জেরে ম্যাজির ফিগার নেমে দাঁড়ায় ১১৬। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট দেন ১০৫ জন সাংসদ।
টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া,''ভারতীয় সংসদে পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। কোটি কোটি বঞ্চিত ও নির্যাতিতদের স্বপ্নপূরণ হল আজ। নির্যাতিতদের সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিলটি সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।''
As the Citizenship Amendment Bill 2019 passes in the Parliament, the dreams of crores of deprived & victimised people has come true today.
Grateful to PM @narendramodi ji for his resolve to ensure dignity and safety for these affected people.
I thank everyone for their support.
— Amit Shah (@AmitShah) December 11, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, ''ভারতের জন্য ঐতিহাসিক দিন। সমবেদনা ও ভ্রাতৃত্বের আদর্শ মেনে চলে আমাদের দেশ। নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় আমি খুশি। যাঁরা পক্ষে ভোট দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। নির্যাতিতদের দীর্ঘ কয়েক বছরের যন্ত্রণার উপশম করবে এই বিল।''
A landmark day for India and our nation’s ethos of compassion and brotherhood!
Glad that the #CAB2019 has been passed in the #RajyaSabha. Gratitude to all the MPs who voted in favour of the Bill.
This Bill will alleviate the suffering of many who faced persecution for years.
— Narendra Modi (@narendramodi) December 11, 2019
নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে কংগ্রেস-সিপিএম।
আরও পড়ুন- ভিডিয়ো: 'মোদী, মোদী, ভারত মাতা কি জয়', উচ্ছ্বাস পাক হিন্দু উদ্বাস্তুদের