নিজস্ব প্রতিনিধি:  অভিনেতা সুরেশ গোপি তাঁর অনুপ্রেরণা। পুলিসের চরিত্রে তাঁর অভিনয় দেখেই পুলিস অফিসার হওয়ার সাধ জেগেছিল তাঁর মনে। স্বপ্নপূরণের পথে কয়েক ধাপ এগিয়েছিলেন তিনি। হয়ে গিয়েছিলেন আইপিএস অফিসার। কিন্তু তাতেও মন ভরেনি তাঁর। আইএএস হতে চেয়েছিলেন। কিন্তু সেখানেই বাঁধল বিপত্তি। টুকলি করে UPSC মেন পরীক্ষা দিতে গিয়েই পুলিসের হাতে ধরা পড়লেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সেক্সে আপত্তি, স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী


কেরলের বাসিন্দা সফির করিম ২০১৪ সালে ইন্ডিয়ান পুলিস সার্ভিসে যোগ দিয়ছিলেন। সিভিল সার্ভিস পরীক্ষায় ১১২ তম স্থান পেয়েছিলেন তিনি। অ্যাসিসটেন্ট পুলিশ সুপারিন্টেডেন্ট হিসেবে তিনি তামিলনাড়ুর নানগুনেরি মহকুমায় কর্মরত ছিলেন। কিন্তু আইএএস হওয়ায় স্বপ্ন ছিল তাঁর। সেজন্য ফের বসেছিলেন সিভিল সার্ভিস পরীক্ষায়। তাঁর সিট পড়েছিল চেন্নাইয়ের প্রেসিডেন্সি গার্লস হায়ার সেকন্ডারি স্কুলে। অভিযোগ, পরীক্ষা চলাকালীন তিনি ব্লু টুথে তাঁর স্ত্রীয়ের সঙ্গে কথা বলছিলেন। উত্তর বলে দিয়ে হায়দরাবাদ থেকে সফির করিমকে সাহায্য করছিলেন তাঁর স্ত্রী। পরীক্ষকের নজর এড়ায়নি সেই বিষয়। হাতেনাতে ধরা হয় আইপিএস অফিসার সফির করিমকে।


ধরা পড়ার পর তিনি পুলিসকে জানান, সিনেমা দেখেই তাঁর পুলিস অফিসার হওয়ার স্বপ্ন জেগেছিল। তাঁর একটি আইএএস কোচিং সেন্টারও রয়েছে। সেখানেও তিনি মাঝে মাঝে পড়াতে যেতেন। হায়দরবাদ পুলিসের সহযোগিতায় সফির করিমের স্ত্রীকেও গ্রেফতার করে পুলিস। টুকলি করতে গিয়ে মাঝপথেই জলাঞ্জলি গেল সফির করিমের স্বপ্ন।


আরও পড়ুন: অন্তঃসত্ত্বার পেটে পুলিসের লাথি মারার অভিযোগ, রক্তক্ষরণের পর মৃত্যু