ওয়েব ডেস্ক : আগে টিকিট কাটুন। পরে টাকা পেমেন্ট করুন। যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া সুবিধা নিয়ে এল IRCTC। এরফলে টিকিট বুকিং প্রসেস আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ কিছুদিন ধরেই অনলাইনে টিকিট কাটার পর, পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জমা পড়ছিল IRCTC-র কাছে। বহুক্ষেত্রেই অভিযোগ, অনলাইনে পেমেন্ট করতে গিয়ে বিভ্রাটের জেরে দেরি হচ্ছে বুকিংয়ে। সেই অসুবিধা দূর করতেই নয়া ব্যবস্থা IRCTC-র।


মুম্বইয়ের 'ePayLater' নামে একটি কম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে IRCTC। মূলত ক্রেডিট কার্ড ভিত্তিক পেমেন্ট নিয়ে কাজ করে 'ePayLater'। এই ePayLater-এর মাধ্যমে এখন থেকে আপনি আগে টিকিট কেটে নিয়ে, ১৪ দিনের মধ্যে দাম মিটিয়ে দিতে পারবেন।


ePayLater-এ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে দিতে হবে ব্যক্তিগত তথ্য যেমন নাম, ফোন নাম্বার, মেইল আইডি, PAN নাম্বার ও আধার তথ্য। এরপর আপনার রেজিস্টার্ড ফোনে একটি OTP আসবে। আপনার পেমেন্ট সাকসেসফুল ও কনফার্ম করার জন্য জরুরি এই OTP।


আরও পড়ুন, আজ থেকে একাধিক খাতে লাগু SBI-এর নয়া চার্জ