ওয়েব ডেস্ক : আজ বর্ষবরণের রাতে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে হতে পারে জঙ্গি হামলা। আর সেই হামলায় বিশেষ ভাবে টার্গেট হতে পারে বিদেশি পর্যটকরা। এমনই সতর্কবার্তা দিল ইজরায়েলের কাউন্টার টেররিজম ব্যুরো। ভারতের বিভিন্ন মল, বাজার, নাইট ক্লাবকেই টার্গেট করেছে জঙ্গিরা বলে সেখানে বলা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- তালিবানকে দিয়ে আইসিসকে জব্দ করার ছক রাশিয়ার


ইজারায়েল নিরাপত্তা সংস্থাটির তরফে জানানো হয়েছে, ভারতে ঘুরতে আসা বিদেশি প‌র্যটকদেরই টার্গেট করার চেষ্টা করবে জঙ্গিরা। তাই ওই সব এলাকা এড়িয়ে চলতে বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছে তারা। এব্যাপারে ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে কথা বলেছে তারা। প্রসঙ্গত, ২০১২ সালে দিল্লিতে এক ইজরায়েলি কূটনীতিকের স্ত্রীর ওপর হামলা চালায় জঙ্গিরা।