জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী দিনে ভারতের পর পর গুরুত্বপূর্ণ স্পেস মিশন। তবে তার আগে আর এক নতুন মিশন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO)-র নতুন এই মিশন অবশ্য একটু অন্যরকম। এটা প্রস্তুতির মিশন। লাদাখের লেহ-তে প্রথম অ্যানালগ মহাকাশ মিশন শুরু করল ইসরো। মহাকাশচারীদের নানা চ্যালেঞ্জের মোকাবিলায় সাহায্য করবে এই মিশন। মহাকাশে নানা চ্যালেঞ্জ। সেখানকার পরিস্থিতি সদা প্রতিকূল। মহাকাশের সেইসব প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা যাতে আগেই হয়, সেজন্যই নতুন এই মিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Extreme Winter 2024: 'লা নিনা'ই এবার ডেকে আনতে পারে মর্মান্তিক শীত! অনুমান হাওয়া অফিসের...


শুক্রবারই এই মিশন শুরু করে একটি সোশ্যাল পোস্টে ইসরো লিখেছে, পৃথিবীর বাইরে কোনও বেস স্টেশনে প্রতিকূল পরিস্থিতির চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করবে এই মিশন। ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। মঙ্গলগ্রহ অভিযানের লক্ষ্যেও এগোচ্ছে তারা। সেসবের আগে মহাকাশচারীদের প্রস্তুত রাখতে চাইছে ইসরো।


হাতে হাত মিলিয়ে একযোগে এই মিশনটিকে সফল করে তোলার চেষ্টা করছে ইসরোর হিউম্যান স্পেসফ্লাইট সেন্টার, আকা স্পেস স্টুডিয়ো, লাদাখ বিশ্ববিদ্যালয়, দিল্লি আইআইটি। সঙ্গে রয়েছে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল। ২১ দিন ধরে চলবে এই মিশন। 


কিন্তু, এজন্য লেহ কেন? 


আরও পড়ুন: New Cyclonic Storm: 'ডানা'র পরেও রেহাই নেই! পরবর্তী ঝড়ের ভয়ংকর খবর দিল মৌসম ভবন...


ইসরো জানিয়েছে, লেহ-র ভূতাত্ত্বিক গঠনই এর কারণ। মঙ্গল ও চাঁদের ভূমিরূপ ও পরিবেশের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণের জন্য প্রাথমিক ভাবে তাই লেহ-কেই বেছে নেওয়া হল। লেহ-র জলবায়ু, এর শুকনো ও ঠান্ডা আবহাওয়া, এর উচ্চতা, ইত্যাদির সঙ্গে চাঁদ ও মঙ্গলের পরিবেশের অনেকাংশে মিল রয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)