ওয়েব ডেস্ক : ‘অবশেষে বিচার পেলাম।’ গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার পর এবার এভাবেই মুখ খুললেন ডেরা প্রধানের হাতে নির্যাতিতা মহিলা। ওই মহিলা বলেন, এর আগেও তিনি কখনও রাম রহিমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভয় পাননি। ২০০৯ সালে যখন ডেরা প্রধানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছিলেন, তখনও কেঁপে ওঠেননি তিনি। শুধু তাই নয়, গুরমিত রাম রহিম সিং তাঁর ভাইকেও হত্যা করেছেন বলেও অভিযোগ করেন ওই নির্যাতিতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই মহিলার জানিয়েছেন, সিরসায় তিনি যখন ডেরা প্রধানের আস্তানায় থেকে পড়াশোনা করতেন, ওই সময় তাঁকে ধর্ষণ করেন রাম রহিম সিং। বিষয়টি তাঁর ভাই জানতে পেরেছিলেন। এরপর ওই নির্যাতিতার ভাইকেও রাম রহিমের গুন্ডারা খুন করে বলে অভিযোগ ওই মহিলার। ওই খুনের মামলাতেও রাম রহিমের উপযুক্ত সাজা হবে বলেই আশা প্রকাশ করেন ওই মহিলা।


এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জেলে থেকেও বিন্দুমাত্র তেজ কমেনি গুরমিতের। সাংবাদিক সঞ্জীব মহাজনের দাবি, জেলকর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার ভয় দেখাচ্ছেন রাম রহিম। মন্ত্রী-আমলাদের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা জানিয়ে জেলকর্মীদের এই হুমকি দিচ্ছেন ওই ধর্মগুরু।