নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমলের পরাজয়ের পর হিমাচল প্রদেশে শেষপ‌র্যন্ত জয় রাম ঠাকুরকেই(৫২)মুখ্যমন্ত্রী পদে বসাল বিজেপি। প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, রাজনাথ সিং-এর উপস্থিতিতে সিমলার ঐতিহাসিক রিজ ময়দানে শপথগ্রহণ করলেন পাঁচবারের বিধায়ক জয়রাম ঠাকুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার বেলা এগারোটা নাগাদ ওই শপথগ্রহণ অনুষ্ঠানে জয়রাম ঠাকুরের সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নেন আরও দশ বিজেপি বিধায়ক। শপথ গ্রহণকারীদের তালিকায় রয়েছেন বীরেন্দ্র কানোয়ার, গোবিন্দ সিং, বিক্রম সিং, অনিল শর্মা, সারভিন চৌধুরি, রাম লাল মরকন্দ, বিপিন সিং পারমার, মহেন্দ্র সিং, কিশান কাপুর, সুরেশ ভরদ্বাজ। জয়রাম মন্ত্রিসভায় একমাত্র মহিলা সদস্য হলেন সারভিন সিং।
আরও পড়ুন - ইংরাজি নববর্ষে শুভেচ্ছা জানালেই ওঠ-বস করানোর হুমকি


উল্লেখ্য, গুজরাটে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি হিমাচল প্রদেশ থেকে কংগ্রেসকে এবার সরিয়ে দিয়েছে বিজেপি। রাজ্যের ৬৮টি আসনের মধ্যে ৪৪টি দখল করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, ২১টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে। রাজভবনের বাইরে এনিয়ে চতুর্থবার শপথ নিলেন কোনও মুখ্যমন্ত্রী। এদিন রিজ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয়ছে।