স্বাধীনতা দিবসে বক্তৃতা রাখছেন প্রধানমন্ত্রী, `বিড়াল তন্দ্রা`য় জেটলি, পারিক্কর ও কেজরি
লাল কেল্লায় লাল পাগড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময় নিলেন ৯৪ মিনিট। দেড় ঘণ্টার বক্তৃতা প্রধান বিষয় হিসেবে উঠে এল `স্বরাজকে সুরাজে পরিবর্তন করার লক্ষ্য`। তিনি দেশের প্রশাসনিক প্রধান। তাঁর নিয়মানুবর্তিতা ও আদেশ-নির্দেশকেই পাথেয় করে চলে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্য। জাতির উদ্দেশ্যে যে ভাষণ লাল কেল্লা থেকে তিনি রাখছেন তাতে নজর রয়েছে গোটা দেশের, গোটা বিশ্বের। অথচ তাঁরই মন্ত্রিসভার সেনানায়করা কিনা `বিড়াল তন্দ্রা`য় মগ্ন! ছবিতে অন্তত তাই ধরা পড়েছে। অরুণ জেটলি দেশের অর্থমন্ত্রী, মনোহর পারিক্কর দেশের প্রতিরক্ষা মন্ত্রী দুজনেই তন্দ্রায় মগ্ন! মোদী মন্ত্রিসভার কেবল এই দুই জনই নয়, তন্দ্রাচ্ছন্ন থাকতে দেখা গেল `মোদী বিরোধী মুখ`, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। ছবি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছড়িয়ে পড়তেই লোকের মুখে মুখে রীতিমত খেঁউড়ে পরিণত হয়েছেন এই রাজনীতিবিদরা।
ওয়েব ডেস্ক: লাল কেল্লায় লাল পাগড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময় নিলেন ৯৪ মিনিট। দেড় ঘণ্টার বক্তৃতা প্রধান বিষয় হিসেবে উঠে এল 'স্বরাজকে সুরাজে পরিবর্তন করার লক্ষ্য'। তিনি দেশের প্রশাসনিক প্রধান। তাঁর নিয়মানুবর্তিতা ও আদেশ-নির্দেশকেই পাথেয় করে চলে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্য। জাতির উদ্দেশ্যে যে ভাষণ লাল কেল্লা থেকে তিনি রাখছেন তাতে নজর রয়েছে গোটা দেশের, গোটা বিশ্বের। অথচ তাঁরই মন্ত্রিসভার সেনানায়করা কিনা 'বিড়াল তন্দ্রা'য় মগ্ন! ছবিতে অন্তত তাই ধরা পড়েছে। অরুণ জেটলি দেশের অর্থমন্ত্রী, মনোহর পারিক্কর দেশের প্রতিরক্ষা মন্ত্রী দুজনেই তন্দ্রায় মগ্ন! মোদী মন্ত্রিসভার কেবল এই দুই জনই নয়, তন্দ্রাচ্ছন্ন থাকতে দেখা গেল 'মোদী বিরোধী মুখ', দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। ছবি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছড়িয়ে পড়তেই লোকের মুখে মুখে রীতিমত খেঁউড়ে পরিণত হয়েছেন এই রাজনীতিবিদরা।