ওয়েব ডেস্ক: 'ষণ্ডকাণ্ডে' নয়া মোড়। জাল্লিকাট্টুর পক্ষে আন্দোলনরত প্রতিবাদীরা এবার আগুন লাগিয়ে দিল মারিনা বিচ সংলগ্ন আইস হাউস থানায়। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আজ প্রথম থেকেই সক্রিয় হয়েছিল পন্নিরসেলভম প্রশাসন। আর তাতেই ঘটল ক্ষোভের চরম বিস্ফোরণ।


আরও পড়ুন- চারটি পা ও দু'টি পুরুষ যৌনাঙ্গ নিয়ে ভূমিষ্ট শিশু


জাল্লিকাট্টুর উপর থেকে চিরতরে তুলে নিতে হবে নিষেধাজ্ঞা। বরাবরের জন্য এই 'সুপ্রাচীন তামিল সংস্কৃতি'কে আইনি বৈধতা দিতে হবে, এই ছিল দাবি। আর সেজন্যই গত প্রায় এক সপ্তাহ ধরে প্রতিবাদ সংগঠিত হচ্ছে তামিল ভূমির আনাচে কানাচে। ধীরে ধীরে প্রতিবাদের উত্তাপ বাড়ছিলই। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অর্ডিন্যান্স জারি করে সেই ক্ষোভাগ্নি নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আন্দোলনকারীরা একরোখা ভাবে তাঁদের অবস্থানে অনড় থেকে বরং প্রতিবাদের সুর চড়ায়। আর সেই উচ্চগ্রামের প্রতিবাদে প্রশাসনিক হস্তক্ষেপ হতেই আক্ষিক অর্থেই আগুন জ্বলে যায় আজ।


আরও পড়ুন- নেতাজির জন্মদিনে মোদীর শ্রদ্ধা জ্ঞাপন