নেতাজির জন্মদিনে মোদীর শ্রদ্ধা জ্ঞাপন

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২০ তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেক স্যাভি মোদী সাধারণত এসব ক্ষেত্রে মাধ্যম হিসাবে বেছে নেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেই। নেতাজির জন্মবার্ষিকীতেও টুইট্যারে শ্রদ্ধা জানালেন মোদী।

Updated By: Jan 23, 2017, 01:33 PM IST
নেতাজির জন্মদিনে মোদীর শ্রদ্ধা জ্ঞাপন

ওয়েব ডেস্ক: নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২০ তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেক স্যাভি মোদী সাধারণত এসব ক্ষেত্রে মাধ্যম হিসাবে বেছে নেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেই। নেতাজির জন্মবার্ষিকীতেও টুইট্যারে শ্রদ্ধা জানালেন মোদী।

নেতাজিকে 'গ্রেট ইন্টেলেকচুয়াল' বলে উল্লেখ করে নমো লিখেছেন যে, সুভাষ চন্দ্র বসু চিরকাল প্রান্তিক মানুষদের স্বার্থের কথা ভেবেছেন। এর পাশাপাশি তাঁর সরকার যে নেতাজি সংক্রান্ত নথি সামনে নিয়ে এসেছে তাও উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, পোর খাওয়া রাজনীতিক মোদী শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গে সচেতনভাবে নেতাজি সম্পর্কীত 'ক্লাসিফায়েড' নথি প্রকাশের বিষয়টিকে নিজের সাফল্যে হিসাবে দেখাতে চেয়েছেন। এবার দেখে নিন আজ টুইট্যারে মোদী নেতাজি সম্পর্কে ঠিক কী লিখেছেন-

আরও পড়ুন- জাল্লিকাট্টুতে স্থায়ী বৈধতা চেয়ে অশান্ত তামিলনাড়ু

 

.