ওয়েব ডেস্ক: কাশ্মীরে CRPF ক্যাম্পে ফিদায়েঁ হামলার ছক বানচাল। জওয়ানদের গুলিতে খতম হল চার জঙ্গি। উপত্যকায় অশান্তি বন্ধে সক্রিয় পুলিসও। হুরিয়তের অশান্তির ছক ভেস্তে দিতে দুই বিচ্ছিন্নতাবাদী নেতা পুলিসের জালে। ভোরের দিকে নিরাপত্তায় শিথিলতা আসে। প্রমাণ মিলেছে বহুবার। সেই সুযোগটাই নিতে চেয়েছিল জঙ্গিরা। তবে, ব্যর্থ হল তারা।সোমবার ভোর সওয়া ৪টে নাগাদ বান্দিপোরার সুম্বলে CRPF-এর ৪৫ নং ব্যাটালিয়নের ছাউনিতে আত্মঘাতী হামলার চেষ্টা করে জঙ্গিরা। বিস্ফোরক ঠাসা জ্যাকেট গায়ে ছাউনিতে ঢুকে নিজেদের উড়িয়ে দেওয়ার ছক ছিল জঙ্গিদের। কিন্তু, নিরাপত্তারক্ষীরা সজাগ থাকায় ব্যর্থ হয় তারা। জঙ্গি হামলার খবর পেয়ে চলে আসে জম্মু-কাশ্মীর পুলিসও। গুলিযুদ্ধে ছাউনির গেটের বাইরেই জঙ্গিদের আটকে রাখেন জওয়ানরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে দুপক্ষের গুলির লড়াই। জঙ্গিদের কাছ থেকে মিলেছে প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক।কাশ্মীরে অশান্তি ছড়াতে জঙ্গিদের টাকার উত্‍স সন্ধানে তল্লাসি চালাচ্ছে
NIA. গোয়েন্দাদের স্ক্যানারে হুরিয়ত নেতারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন গ্রাহকদের জন্য নতুন নিয়ম জারি করল স্টেট ব্যাঙ্ক, অবশ্যই জানুন


বিচ্ছিন্নতাবাদীদের পাল্টা ছক ভেস্তে দিতে মিরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে। গ্রেফতার JKLF নেতা ইয়াসিন মালিক।সোমবার কট্টরপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানির বাড়িতে বৈঠকের পরিকল্পনা ছিল হুরিয়তের। হায়দারপুরার বাড়ি ঘিরে ফেলে তা বানচাল করে দেয় পুলিস।


আরও পড়ুন  প্রবল বর্ষণে বিপর্যস্ত অসমের বরাক উপত্যকা; বন্ধ রেল ও সড়ক যোগাযোগ