Jammu and Kashmir: শুক্রবার সকালে কেঁপে উঠলো ভূস্বর্গ, ৩.৬ মাত্রার ভূমিকম্প কাটরায়
জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার কাটরা বেল্টে ৩.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রিয়াসি (Reasi) জেলার কাটরা (Katra) বেল্টে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন। কোথাও কোনও হতাহত অথবা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও তারা বলেছেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৫.০১ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
আরও পড়ুন: Action Against E-Pharmacy: ই-ফার্মেসিতে তালা! প্রস্তুতি কেন্দ্রীয় সরকারের, জেনে নিন কেন এই পদক্ষেপ
ভূমিকম্পের কেন্দ্র ছিল কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যথাক্রমে ৩৩.১০ ডিগ্রি এবং ৭৫.৯৭ ডিগ্রি পাওয়া গিয়েছে।
ভূমিকম্পের অবস্থান ছিল কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি সিকিম রাজ্যে ভোরে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ৪.৩ মাত্রা রেকর্ড করা হয়েছে।
সবিস্তার আসছে...