নিজস্ব প্রতিবেদন : জম্মু ও কাশ্মীর থেকে সিআরপিএফ-এর একটি গাড়ি বেপাত্তা হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গাড়িটিতে জম্মু ও কাশ্মীরের নম্বরপ্লেট লাগানো রয়েছে বলে সিআরপিএফ সূত্রে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের সাদা রংয়ের গাড়িটিতে নম্বরপ্লেট রয়েছে JK 02A W5441। সীমান্তবর্তী আর কে পুরম এলাকার একটি ক্যাম্পের সামনে থেকে চুরি যায় গাড়িটি। সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে ৩ জন গাড়িটি চুরি করে।


গাড়িটি চুরি যাওয়ার সঙ্গে সঙ্গেই সিআরপিএফ-এর পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাগুলিকে বিষয়টি জানানো হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, যে কোনও মুহূর্তে গাড়িটি নাশকতার জন্য জঙ্গি সংগঠনগুলি ব্যবহার করতে পারে।


আরও পড়ুনছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাকে খুন ছেলের