ওয়েব ডেস্ক:  জনধন ‌যোজনা, আধার ও মোবাইল দেশে একটি সামাজিক বিপ্লব এনেছে। এই তিনটি জিনিস দেশের মানুষকে একই অর্থনৈতিক ও ডিজিটাল প্লাটফর্মে এনেছে। ফেসবুকে করা একটি পোস্টে এমনই মন্তব্য করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। একইসঙ্গে তাঁর বক্তব্যের সমর্থনে তিনি বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী জনধন ‌যোজনার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জেটলি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, জিএসটি ‌যেমন দেশজুড়ে একটাই ট্যাক্স, একটাই বাজার তৈরি করেছে তেমনি জনধন ‌যোজনা দেশের মানুষদের একই অর্থনৈতিক প্লাটফর্মে এনেছে। এর ফলে দেশের অধিকাংশ মানুষ আর মূল স্রোতের বাইরে নেই।



জেটলির হিসেবে-


২০১৫ সালে দেশে জনধন অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১২.৫৫ কোটি। ২০১৭ সালের অগাস্টে তা হয়েছে ২৯.৫৫ কোটি।


রুপে কার্ড ২০১৫ সালে দেওয়া হয়েছিল ১১.০৮ কোটি। ২০১৭ সালের অগাস্টে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২.৭১ কোটি।


২০১৪ সালের একটি হিসেব অনু‌যায়ী দেশে মোট ব্যাঙ্ক আকাউন্টের ২৮ শতাংশ ছিল মহিলাদের। ২০১৭ সালে তা বেড়ে হয়েছে ৪০ শতাংশ।


বর্তমানে সরকার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে ৭৪ হাজার কোটি টাকা দেশের মানুষকে ফিরিয়ে দেয়। এতে উপকৃত হচ্ছে ৩৫ কোটি উপভোক্তা।


আরও পড়ুন-'কাজের মানুষ ছিলেন মাউন্টেন ম্যান', মূর্তি উন্মোচন করে বললেন নীতীশ কুমার