ওয়েব ডেস্ক: মানচিত্রে বিতর্কে পাকিস্তানকে একহাত নিল ভারত। নয়াদিল্লি থেকে ইসলামাবাদে সতর্ক বার্তা পৌঁছে গিয়েছে, "জন্মু ও কাশ্মীরে ভারত ছাড়া কাউর হস্তক্ষেপের অধিকার নেই"। ভারতীয় সংসদে জন্মু ও কাশ্মীর মানচিত্র প্রসঙ্গে কড়া পদক্ষেপ, "ভারতের অবিচ্ছেদ্য অংশ জন্মু ও কাশ্মীর" স্পষ্ট জানালো ভারত।


জন্মু ও কাশ্মীরের মানচিত্রে কোনও ভাবেই পাকিস্তান কিংবা তৃতীয় পক্ষের অবস্থান মেনে নেবে না ভারত। কোনও প্রকার ভুল মানচিত্র প্রকাশ করলে অভিযুক্তের হতে পারে ৭ বছরের জেল। এমনকি আরও করা পদক্ষেপ গ্রহণ করার অধিকারী হবে প্রশাসন, হতে পারে ১০০ কোটির জরিমানাও।