ওয়েব ডেস্ক: সংরক্ষণের দাবিতে জাঠ আন্দোলন ঘিরে এখনও অগ্নিগর্ভ হরিয়ানা। কারফিউ জারি রয়েছে দুই জেলায়। এখনও পর্যন্ত ৯টি জেলায় নেমেছে সেনা। রয়েছে শ্যুট অ্যাট সাইটের অর্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাঠ আন্দোলনে এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা পচিশেরও বেশি। বহু জায়গায় প্রতিবাদ-আন্দোলন হিংসাত্মক চেহারা নেয়। পরিস্থিতি স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে, দাবি প্রশাসনের।


সেনা নামানো নিয়ে গতকালই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের সঙ্গে কথা বলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। মুখ্যসচিবের কথা হয় সেনা প্রধানের সঙ্গে। OBC  কোটায় সংরক্ষণের দাবিতে জাঠদের বিক্ষোভে কয়েকদিন ধরেই উত্তপ্ত হরিয়ানা। তবে গতকাল তা মারাত্মক আকার নেয়। অভিযোগ, হামলা হয় বিএসএফ, পুলিসের ওপরেও। বিশেষ করে, রোহতাক, ঝাজ্জর, সোনিপত, ভিওয়ানি সহ একাধিক জেলার পরিস্থিতি ভয়ঙ্কর চেহারা নেয়। মন্ত্রী, পুলিস কর্তাদের বাড়িতেও হামলা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁদের বাড়িতে। বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।