নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারত ও পাকিস্তানের প্রকৃত সীমান্ত রেখায় ব্যাপক গুলি চালাল পাকিস্তান। যার জেরে শহিদ হলেন এক জওয়ান, আহত তিন। সূত্রের খবর, শনিবার রাতে শাহপুর-কেরনি অঞ্চলে গুলি চালায় পাকিস্তানি সেনা। তীব্র গোলাবর্ষণও করে। যার দরুন জখম হন ৪ ভারতীয় জওয়ান। অতি দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শহিদ হন এক জওয়ান। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাস্ক না পরে বেরলে ৬ মাসের জেল, ৫ হাজার টাকা জরিমানার ঘোষণা এই সরকারের


পুঞ্চ জেলার সিনিয়র সুপারইন্টেন্ডেন্ট অব পুলিস রমেশ কুমার অঙ্গরাল জানিয়েছেন এই ঘটনায় ২৯ বছরের জওয়ান লাঙ্গাবুই আবোনম্লি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন লিয়েনখোথিন সেঙ্ঘন ও তাংসোয়িক কোয়ানিউঙ্গার। আহতদের উধমপুর কমান্ড হাসপাতালে চিকিৎসা চলছে। এই নিয়ে এই মাসে তিনবার পুঞ্চ ও রাজৌরিতে গুলি চলল পাকিস্তান থেকে।  
১০ জুন নায়ক গুরচরণ সিং রাজৌরিতে পাকিস্তানের গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন। ৪ জুন সুন্দরবানি অঞ্চলে একই ঘটনা ঘটেছিল। শুক্রবারও উরিতে পাকিস্তানি গোলাবর্ষণের জেরে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক মহিলা। আহত হয়েছেন আরও ২ জন।