নিজস্ব প্রতিবেদন: এক কর্নেলের বিরুদ্ধে মারাত্মক অভিয়োগ আনলেন দুই জওয়ান। শুধু তাই নয়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখে অভিযোগ করলেন তাঁরা। এর ভিত্তিতে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুলিসের মারে প্রৌঢ়ের মৃত্যু, সিঁথিকাণ্ডে সার্জেন্ট সহ ২ ASI-এর বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত


অভিযোগ, অফিসের মধ্যেই অভিযুক্ত কর্নেল এক অসামরিক কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। সেই দৃশ্যের ভিডিয়ো তুলেছেন দুই জওয়ান।  অভিযুক্ত কর্নেলের বিরুদ্ধে আরও অভিযোগ, এর আগেও ব্যাটালিয়নে একাধিক মহিলাকে যৌন হয়রানি করেছেন ওই সেনা অফিসার।  কারণ হয়রানির শিকার হয়েছেন অভিযোগকারীনি ওই দুই জওয়ানও।


আরও পড়ুন-জয়ের শুভেচ্ছা জানালেন মোদী; একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি, বললেন কেজরীবাল


সূত্রের খবর, পঞ্জাবের আবোহরে পোস্টিং থাকার সময়ে  ওই ঘটনা ঘটে। এখন অবসর নিয়েছেন ওই কর্নেল।  রাজপুতানা রাইফেলসের  ওই দুই জওয়ান অভিযোগ করেছেন, ওই অফিসার বিভিন্ন সময়ে মহিলা জওয়ানদের ডেকে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন।  এভাবেই যৌন নির্যাতনের শিকার হয়েছেন তাঁরা।


অবসর নিলেও তদন্ত শুরু হয়েছে ওই কর্ণেলের বিরুদ্ধে। পাশাপাশি, ওই দুই জওয়ান কর্নেলকে ফাঁসাতে চাইছে কিনা তা খতিয়ে দেখা হবে।