ওয়েব ডেস্ক: সকালটা কিছুটা একাই শুরু করেছিলেন। দুপুর হতেই জমজমাট দিল্লিতে দিদির ধর্না মঞ্চ। জেডিইউয়ের শরদ যাদবের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে হাজির সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। যন্তরমন্তরের ধর্না মঞ্চে জয়াকে দেখেই মমতা এগিয়ে যান। নিজে হাত ধরে জয়াকে নিয়ে আসেন মঞ্চের মাঝখানে। কলকাতা চলচ্চিত্র উত্‍সবের মঞ্চে মমতাকে অনেক কথা বলতে দেখা গিয়েছিল জয়ার সঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ছাগলের সঙ্গে বাঁদরের বন্ধুত্ব


নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তরমন্তরে তৃণমূলের ধর্না। এই নিয়ে এক সপ্তাহে দুবার দিল্লিতে পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিত অন্যান্য বিরোধী দলও। জাতীয় দলের মর্যাদা পাওয়ার পর তৃণমূলের ধর্নামঞ্চেও সর্বভারতীয় চেহারা। অরুণাচলের তৃণমূল সাংসদ থেকে পঞ্জাবের তৃণমূল নেতা, সবাই হাজির যন্তরমন্তরের ধর্নামঞ্চে।



আরও পড়ুন- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাথরুমও এবার বুলেটপ্রুফ


নোট কাণ্ডে JPC নিয়ে বিরোধীদের মধ্যে ভিন্নমত। অন্যান্য বিরোধী দল JPC-র দাবিতে সরব হলেও, তৃণমূল JPC চায় না। এই বিষয়টিকে বিরোধী শিবিরের মতানৈক্য হিসেবে দেখতে নারাজ তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র মহুয়া মৈত্র।