ওয়েব ডেস্ক: সমাহিত করা হল কাঞ্চি কামকোঠি মঠের প্রয়াত শঙ্করাচা‌র্য জয়েন্দ্র সরস্বতীর পার্থিব দেহ। মঙ্গলবার সমাধিলাভ করেছিলেন কাঞ্চি মঠের ৬৯তম শঙ্করাচা‌র্য। সমাধিলাভকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বুধবার বৈদিক প্রথা মেনে মঠের বৃন্দাবন উদ্যানে সমাহিত করা হয় প্রয়াত শঙ্করাচা‌র্যকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকাল থেকে শুরু হয় সমাহিত করার প্রক্রিয়া। মঠের ভিতরেই ৭ ফুট মাপের বর্গাকৃতি বিবরে সমাহিত করা হয় তাঁকে। এর পর ওষোধি গুল্ম, লবন ও বালি দিয়ে পূর্ণ করা হয় সেটিকে। সকাল ৭.৪৫ মিনিট থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে সমাহিত করার পর্ব। হাজির ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল বনবারিলাল পুরোহিত। 


আরও পড়ুন - কোনও ধর্ম নয়, আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ইসলামিক পণ্ডিতদের সভায় বললেন প্রধানমন্ত্রী



শনিবার সকালে সমাধিলাভের পর থেকে জয়েন্দ্র সরস্বতীর দেহ রাখা ছিল সাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য। সারা দিন সেখানে সাশ্রু নয়নে হাজির হন হাজার হাজার ভক্ত।