ওয়েব ডেস্ক:  দল বিরোধী কা‌র্যকলাপের জন্য ২১ নেতাকে বরখাস্ত করল নীতীশ কুমারের নেতৃত্বে জনতা দল ইউনাইটেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসার পর এটাই নীতীশের সবচেয়ে বড় পদক্ষেপ। ফলে জেডিইউ এর প্রধান আসলে কে তা নিয়ে সংঘাত এক নতুন মোড় নিল।


আরও পড়ুন-কাশ্মীর থেকে ২ জ্যান্ত জঙ্গিকে পাকড়াও করল সেনা বাহিনী


সম্প্রতি শরদ ‌যাদবের জায়গায় সংসদে জেডিইউয়ের নেতা নির্বাচন করা হয়েছে নীতীশ ঘনিষ্ঠ রাম চন্দ্র প্রসাদ সিংকে। তার পরেই এই পদক্ষেপ নিলেন নীতীশ। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনু‌যায়ী ওইসব সদস্যদের বরখাস্ত করেছেন দলের রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং। ওই ২১ জনের মধ্যে রয়েছেন শরদ ঘনিষ্ঠা রামাই রামও। গত সরকারে আমলে এই রামাই রাম ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী। বরখাস্ত সব নেতারই দলের প্রথমিক সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। বরখাস্ত করা হয়েছে সীতামারির এমপিকেও।


আরও পড়ুন-জঙ্গি হিসেবে ব্যবহারের আশঙ্কা, রোহিঙ্গাদের দেশে ফেরাতে নির্দেশ কেন্দ্রের


উল্লেখ্য, নীতীশ কুমার বিজেপিতে ‌যোগ দিয়ে সরকার গঠনের পর ফের বিহারে মহাজোট গড়ার চ্যালেঞ্জ করেছিলেন শরদ ‌যাদব। এবার সেই উদ্যোগ জোর ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। নীতীশ কুমারের গোষ্ঠী নয়, বরাং তাঁর গোষ্ঠীই আসল জনতা দল ইউনাইটেড-এটা প্রমাণ করার জন্য তোড়জোড় শুরু করেছিলেন শরদ।