কাশ্মীর থেকে ২ জ্যান্ত জঙ্গিকে পাকড়াও করল সেনা বাহিনী
ওয়েব ডেস্ক : এবার জম্মু কাশ্মীর থেকে আটক করা হল ২ জ্যান্ত জঙ্গিকে। ধৃত দু’জনই হরকত-উল-মুজাহিদিনের সদস্য। জানা যাচ্ছে, ওই দু’জনকেই কাশ্মীরের হান্ডওয়ারা থেকে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে কোনও অস্ত্র উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
Jammu & Kashmir: Security forces arrested two terrorists of Harkat-ul-Mujahideen from Handwara pic.twitter.com/u6D19TNKvS
— ANI (@ANI) August 14, 2017
এদিকে কাশ্মীর ইস্যুতে এবার আন্তর্জাতিক বিশ্বের সাহায্য চাইল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহিদ খান্নান আব্বাসি বলেন, ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যু সমাধান করতে আন্তর্জাতিক বিশ্ব এগিয়ে আসুক। শুধু তাই নয়, বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে পাকিস্তান সুসম্পর্ক বজায় রাখতে চায়। বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে। এবার এমনও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
যদিও কাশ্মীর নিয়ে পাকিস্তানের আন্তর্জাতিক বিশ্বকে এগিয়ে আসার আহ্বানে ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি।