নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের JEE-NEET পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু কেন্দ্র অনড়। করোনা আবহে সতর্কতা মেনেই পরীক্ষা হবে। পড়ুয়ারাও পরীক্ষার জন্য তৈরি। এক সাক্ষাতকারে জানালেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিওয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পাকিস্তানেই হয়েছিল পুলওয়ামা হামলার ছক, ১৩,৮০০ পাতার চার্জশিটে খুঁটিনাটি জানাল NIA 


দুরদর্শনে দেওয়া এক সাক্ষাতকারে পোখরিওয়াল বলেন, ৮৫ শতাংশ পরীক্ষার্থী তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। পরীক্ষার্থীদের আবেদনের কথা মাথায় রেখে তাদের বাড়ির কাছেই পরীক্ষার সিট ফেলা হয়েছে। আশাকরি পয়লা সেপ্টেম্বরের আগেই অ্যাডমিট কার্ড নেওয়া পরীক্ষার্থীদের সংখ্যা আরও বাড়বে। সুপ্রিম কোর্টে রায়কে মানতে হবে।


এদিকে, ওই সাক্ষাতকার সম্প্রচার হওয়ার পরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওই সাক্ষাতকারটি পুরনো। এরপরই একটি প্রেস বিবৃতি প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দেখা যায় ওই বিবৃতির সঙ্গে পোখরিওয়ালের বক্তব্যের তেমন কোনও ফারাক নেই। বিবৃতিতে বলা হয়েছে-


#JEE(মেন) পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।


# NEET হবে ১৩ সেপ্টেম্বর।


# পরীক্ষা স্থগিদের কোনও যৌক্তিকতা নেই।


আরও পড়ুন-বডনগর স্টেশনেই কি ছিল মোদীর বাবার চায়ের দোকান? উত্তরে কী বললো পশ্চিম রেল?


# JEE(মেন) পরীক্ষা দিচ্ছেন ৮.৫৮ লাখ পরীক্ষার্থী।


# NEET দেবেন ১৫.৯৭ লাখ পরীক্ষার্থী।


# পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।


# পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।


# জেইইর ক্ষেত্রে পরীক্ষার্থীরা বসবেন একটি করে আসন ছেড়ে।


# নিট-এর ক্ষেত্রে প্রতি হলে পরীক্ষা দেবেন মাত্র ১২ জন।


# রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার সব ব্যবস্থা করতে।