ওয়েব ডেস্ক : আরবিআই-এর বার্ষিক রিপোর্ট সামনে এসেছে বুধবার। রিপোর্টে বলা হয়েছে নোটবাতিলের পর ৯৯ শতাংশ ৫০০ ও ১০০০ টাকার নোটই রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারে ফিরে এসেছে। এই রিপোর্ট সামনে আসার পরই শোরগোল ফেলে দিয়েছে বিরোধীরা। তাদের দাবি, নোটবাতিলের পুরো বিষয়টাই ফ্লপ, ভাঁওতা। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম দাবি করেছেন, ১৬,০০০ কোটি টাকা নোট বাতিলে খরচ হয়েছে ২১,০০০ কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ফের দাবি করলেন, কালো টাকা উদ্ধারে বড়সড় সাফল্য লাভ করেছে নোট বাতিল। তিনি দাবি করেন, নোটবাতিলের জেরে কালো টাকা পুরো হদিশ পাওয়া যাবে, এমনটা নয়। কিন্তু, ব্যাঙ্কে জমা পড়া নোট সবই সাদা পথে উপার্জিত টাকা নয়।


তিনি আরও বলেন, নোটবাতিলের জেরে প্রাথমিকভাবে কিছু অসুবিধা হওয়া খুবই প্রাসঙ্গিক। কিন্তু এর সবটাই সাময়িক। কিন্তু পরবর্তীকালে অনেক এর বেশি পরিমাণে সুফল মিলবে। একইসঙ্গে জেটলি বলেন, নোটবন্দি ও GST একযোগে রাজস্ব আয়ে এনেছে জোয়ার। কারণ এই দুয়ের মাধ্যমে অনেক বেশি সংখ্যক মানুষ করের আওতায় এসেছে। আটকানো গেছে করফাঁকি।


আরও পড়ুন, নোট বাতিলের জেরে দ্বিগুণ হয়েছে নোট ছাপার খরচ : রিজার্ভ ব্যাঙ্ক