নিজস্ব প্রতিবেদন:  রক্ত ঝড়ল ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়। গুমলা জেলায় পুলিসের গুলি চালনায় মৃত্যু হল এক গ্রামবাসীর।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উন্নাও কাণ্ডের বেনজির প্রতিবাদ, ৬ বছরের মেয়েকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা মা-এর


শনিবার ভোট নেওয়া হল রাজ্যের ২০ বিধানসভা কেন্দ্রে।  গুমলার সিসাই বিধানসভার ৩৬ নম্বর বুথে ভোট গ্রহণ করতে দেরি হয়ে যায়। কারণ সেখানে পাঠানো ইভিএমটি খারাপ হয়ে যায়। এতেই উত্তাপ ছড়িয়ে পড়ে বুথে। উত্তেজিত জনতা পুলিসকে লক্ষ করে পাথর ছুড়তে থাকে।  তাদের থামাতে পাল্টা গুলি চালায় পুলিস। এতেই আহত হন এক যুবক। হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ওই যুবকের নাম মহম্মদ জিলানি(২৮)।


সিসাইয়ের ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এদের মধ্যে রায়েছেন ২ পুলিস কর্মীও। সংবাদমাধ্যমে জানিয়েছেন,  সিসাইয়ের ওসি বিষ্ণুদেও চৌধুরি। ওই গুলি চালনার ঘটনায় প্রশাসনের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, পশ্চিম সিংভূমের জেজোহাতুতে একটি বাসে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।



আরও পড়ুন-ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, পথ দুর্ঘটনায় মত্যু শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির


উল্লেখ্য, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ ভোট নেওয়া হয়েছে রাজ্যে ২০ আসনে। দুপুর একটা পর্যন্ত  ভোট পড়ে ৪৫.৪১ শতাংশ।  এর মধ্যে সিসাইয়েই ভোট পড়ে ৫৪ শতাংশ।  দুপুর তিনটেয় ভোট গ্রহণ শেষ হয়েছে। রাজ্যে মোট ভোট পড়েছে ৫৯.২৭ শতাংশ।