নিজস্ব প্রতিবেদন: বুথ ফেরত সমীক্ষার ফলাফলের দিকেই এগোচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল! গণনা শুরু হতেই বিপাকে পড়ে গেলও ঘুরে দাঁড়াল বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'ধর্মের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব হয় না', মোদীকে পাল্টা জবাব প্রকাশ কারাতের


সকাল আটটা নাগাদ ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। গণনার শুরুতেই  ৪১ আসনে এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। ২৪ আসনে এগিয়ে ছিল বিজেপি। ৪ আসনে এগিয়ে ছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। ঘণ্টা খানেকের মধ্যেই বদলে গেল ছবিটা।


এখনও পর্যন্ত ৩৫ আসনে এগিয়ে বিজেপি। ৩৩ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস-জেএমএম জোট। ৮ আসনে এগিয়ে অল ঝাড়খণ্ড স্টুডেন্টেস ইউনিয়ন।


উল্লেখ্য, বুথফেরত সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছিল কংগ্রেস-আরজেডি-জেএমএম জোটকে।  গত ১ বছরে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে কোণঠাসা হয়ে পড়েছে বিজেপি।  হাতছাড়া হয়েছে রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। হরিয়ানায় কোনও ক্রমে ক্ষমতা ধরে রেখেছে গেরুয়া শিবির। এরকম এক অবস্থায় ঝাড়খণ্ডের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


আরও পড়ুন-উত্তর দিল্লিতে কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন, নিহত ৯


এবার লড়াইয়ের ময়দানে গুরুত্বপূর্ণ রাজনৈতির ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন, মুখ্যমন্ত্রী রঘুবর দাস, প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অল ঝাড়ণ্ড স্টুডেন্টেস ইউনিয়ন প্রেসিডেন্ট সুদেশ মাহাতো ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি।


ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট পেতে পারে ৩৫-৫০ আসন। বিজেপি পেতে পারে ২২-৩২ আসন।



অন্যদিকে, আইএনএস-সি ভোটার-এবিপি নিউজের সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে জোটকেই। তারা পেতে পারে ৩৫ আসন। ৩২ আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, অন্যান্যরা পেতে পারে ১৪ আসন।