নিজস্ব প্রতিবেদন: কোভিড পরিস্থিতি নিয়ে ফোনালাপে একতরফা বলেছেন প্রধানমন্ত্রী। কথা শুনতে চাননি। নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে এই অভিযোগ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। গতকাল অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন মোদী (Modi)।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর হতাশ সোরেন (Hemant Soren)। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। টুইটারে সেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। হেমন্তের কথায়,''কোভিড পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। উনি শুধু নিজের মনের কথাই বলে গেলেন। কাজের কথা বললে ও শুনলে ভালো লাগত।''



ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপি নেতা বাবুলাল মারান্ডি। তাঁর টুইট,''হেমন্ত সোরেন ব্যর্থ মুখ্যমন্ত্রী। প্রশাসন চালাতে ব্যর্থ। রাজ্যে কোভিড মোকাবিলায় অক্ষম। মানুষকে সহযোগিতা করতে পারেননি। নিজের ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রীর চেয়ারকে খাটো করছেন। চোখ খুলুন, কাজ করুন হেমন্ত সোরেন। সময় বয়ে যাচ্ছে।''        



সোরেনের পাশে দাঁড়িয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেন,''এটা অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার, প্রধানমন্ত্রী শুধু একতরফাভাবে বলে চলেন, কারও কথা শোনেন না।''        


আরও পড়ুন- দেশের ৪ রাজ্যে দলের ফল নিয়ে ক্ষুব্ধ Sonia, উত্তপ্ত হতে পারে এবার CWC-র বৈঠক