মাচিল সেক্টরে গুলির লড়াইয়ে শহিদ সেনা অফিসার-সহ ৪ জওয়ান, খতম ৩ জঙ্গি
বিএসএফের তরফে জানানো হয়েছে, মাচিল সেক্টরে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন কনস্টেবল সুদীপ সরকার
নিজস্ব প্রতিবেদন: অনুপ্রবেশকারী জঙ্গিদের রুখতে গিয়ে শহিদ সেনাবাহিনীর ৩ জওয়ান ও এক অফিসার।
রবিবার জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে এক গুলির লড়াইয়ে প্রাণ হারালেন ওইসব জওয়ানরা। শহিদ জওয়ানদের মধ্যে একজন ক্যাপ্টেন রয়েছেন।
আরও পড়ুন-অমিত-সঙ্গের পরে হঠাৎই ঘরের 'বন্ধু' বিভীষণ!
সংবাদ সংস্থার খবর অনুযায়ী ৭ নভেম্বর রাত একটা নাগাদ কুপওয়ারার মাচিল সেক্টরে বেশ কয়েকজন অস্ত্রধারী জঙ্গির গতিবিধি লক্ষ্য করে টহলদারি সেনা। তাদের চ্যালেঞ্জ করতেই শুরু হয় গুলির লড়াই। গুলি বিনিময় চলে ভোর চারটে পর্যন্ত। নিহত হয় এক জঙ্গি। বাকীরা লুকিয়ে পড়ে।
গোলাগুলির খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে আরও সেনা ও বিএসএফ জওয়ান। সকাল সাড়ে দশটা নাগাদ ফের সন্ধান মেলে জঙ্গিদের। নিয়ন্ত্রণরেখা থেকে দেড় কিলোমিটার দূরে একটি জায়গায় ফের শুরু হয় গুলির লড়াই। সেনার গুলিতে মারা যায় আরও ২ জঙ্গি।
আরও পড়ুন-শব্দজব্দ! 'উওম্যান' শব্দের সংজ্ঞাই বদলে নিল অক্সফোর্ড!
বিএসএফের তরফে জানানো হয়েছে, মাচিল সেক্টরে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন কনস্টেবল সুদীপ সরকার। সেনা ও বিএসএফের অপারেশন চলছে। সেনা সূত্রে জানা গিয়েছে নিহত জঙ্গিদের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল ও ২ ব্যাগ ভর্তি গুলি উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দাদের অভিমত, জম্মু ও কাশ্মীরে পাহাড়ে বরফ পড়ার আগেই কাশ্মীরের ঢুকে পড়ার চেষ্টা করে জঙ্গিরা। তাতেই অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে সীমান্ত এলাকায়।