ওয়েব ডেস্ক: শুধুমাত্র জঙ্গি দমনেই কাশ্মীরে বিপুল টাকা খরচ করছে কেন্দ্র। তার পরেও উন্নয়নের প্রশ্নে দরাজ সরকার। সেই কথাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জম্মু ও কাশ্মীরের জন্য উন্নয়ন প্যাকেজ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে ‌যেতে পারে। কাশ্মীর সফরে গিয়ে এরকমই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকালই তিনি ৪ দিনের জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন।


রবিবার কেন্দ্রীয় বাহিনীর শহিদ জওয়ানদের পরিবারপিছু ১ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনার কথা জানান রাজনাথ। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের উন্নয়ন নিয়ে কথা বলেন। রাজনাথ এদিন এক অনুষ্ঠানে বলেন, কাশ্মীরের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অংশ হল এখানকার তরুণরা। এর সঙ্গেই সমান ক্ষতিগ্রস্থ রাজ্যের ব্যবসায়ী, গরিব মানুষ ও শ্রমিকরা। প‌র্যটনের বিশাল ক্ষতি হয়েছে। রাজ্যে প‌র্যটনের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবে কেন্দ্র।


কাশ্মীরে শান্তি ফেরানোর কথাও টেনে আনেন রাজনাথ। এখনও প‌র্যন্ত তিনি মোট ৫ বার কাশ্মীরে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচবার নয় উন্নয়নের প্রশ্নে ৫০ বারও ‌যদি কাশ্মীরে আসতে হয় তাহলে আসব।


আরও পড়ুন-সাঁইথিয়ায় নির্ভয়াকাণ্ডের ছায়া! যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে 'গণধর্ষণ' গৃহবধূকে