নিজস্ব প্রতিবেদন: জঙ্গি বিরোধী অভি‌যানের পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ায় প্ররোচনা সৃষ্টিকারী গোষ্টীগুলির বাড়বাড়ন্তে রাশ টানতে চলেছে জম্মু ও কাশ্মীর পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে বেশ কয়েকটি গোষ্ঠীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে। এদের বলা হচ্ছে কিপ্যাড জিহাদি। সোশ্যাল মিডিয়ার গুজব ছড়িয়ে এরা রাজ্যের মানুষকে উত্তেজিত করে তুলছে বলে মনে করছে পুলিস। বেশিরভাগ সময়ে এরা ‌যে কোনও ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দিয়ে দিচ্ছে বলে মনে করছে পুলিস।


অারও পড়ুন-নোট বাতিলের ফলে কার কী উপকার হয়েছে, প্রশ্ন তুলে দিলেন নীতীশ কুমারই


জম্মু ও কাশ্মীর পুলিস ইতিমধ্যেই রাজ্যের ৫টি ট্যুইটার হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এছাড়া, ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। রাজ্যে বেশকিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে উত্তেজনা ছড়ানো হচ্ছে বলেও অভি‌যোগ।


উল্লেখ্য, গতবছর রাজ্যে বহু পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল। এবছর তা অনেকটাই কমেছে। ওইসব ঘটনায় লক্ষ্যনীয় বিষয় ছিল, পুলিস ‌যখনই কোনও জঙ্গি দমন অভি‌যান শুরু করতো তখনও হোয়াটস অ্যাপ বা ট্যুইটারের মাধ্যমে সেই খবর ছড়িয়ে দেওয়া হতো। খবর পেয়েই দলদল লোক এসে সোনাবাহিনীকে ঘিরে ধরে পাথর ছুঁড়তে শুরু করতো। বড়সড় জনতার সামনে সেনা পিছু হঠতে বাধ্য হতো। 


আরও পড়ুন-পাক গোলাগুলি থেকে গ্রামবাসীদের বাঁচাতে নিয়ন্ত্রণরেখা বরাবর তৈরি হচ্ছে ৫৫০০ বাঙ্কার


সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রাজ্যের একাধিক গোষ্ঠীর বিরুদ্ধে অভি‌যানের উদ্দেশ্য হল জঙ্গি বিরোধী অভি‌যান আরও জোরদার করা। সেক্ষেত্রে জঙ্গিদের সাহা‌য্য করার ক্ষেত্রে গুরু্তবপূর্ণ ভূমিকা পালন করে এই কি-প্যাড জিহাদিরা।