নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় সিআরপিএফের পর এবার জঙ্গিদের নিশানায় জম্মু ও কাশ্মীরের এক স্পেশাল পুলিস অফিসার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নিউ জিল্যান্ডের মসজিদে হামলার পর থেকে নিখোঁজ ৯ ভারতীয়


শনিবার দুপুর আড়াইটে নাগাদ সোপিয়ানের ভেলি গ্রামে নিজের বাড়ির সামনেই তাঁকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এসপিও খুশবু জানকে খুব কাছ থেকে গুলি করে বন্দুকধারীরা।



জম্মু ও কাশ্মীর পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গুলি লাগার পরই খুশবুকে এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই হামলার কঠোর নিন্দা করছি। এই কঠিন সময়ে রাজ্য প্রশাসন খুশবুর পরিবারের পাশে রয়েছে।’



আরও পড়ুন-নুসরতকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতা-সহ গ্রেফতার ২


জঙ্গিদের নিয়ন্ত্রণের জন্য স্পেশাল পুলিস অফিসারদের নিয়োগ করে রাজ্য পুলিস। মাস মাইনে রাখা এইসব কর্মীদের নেই কোনও পুলিসের ট্রেনিং, নেই কোনও অস্ত্র। এরা রাজ্যে হোমগার্ডদের থেকেও নীচের স্তরের। এর আগে ত্রালেও এক এসপিও জঙ্গিদের হাতে খুন হন।


ঘটনার পরই এলাকাটি ঘিরে রেখেছে সিআরপিএফ। এলাকায় উত্তেজনা রয়েছে।