ওয়েব ডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে বামেরা জিতেছে। তবে পরাজয়ের মধ্যেও নৈতিক জয় দেখছে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। গেরুয়া ছাত্র সংগঠনের দাবি, তিনটি বাম দল জোট করলেও তাদের ভোটের হার বেড়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছাত্র সংসদের চারটি কেন্দ্রীয় পদ সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও ‌যুগ্ম সম্পাদক। সবকটিতেই জয়লাভ করেছে বামেরা। দ্বিতীয় স্থানে এবিভিপি। নিজেদের শক্ত ঘাঁটি স্কুল অব সায়েন্স ধরে রেখেছে গেরুয়া ছাত্র সংগঠন। এবিভিপি-র জাতীয় আহ্বায়ক সাকেত বহুগুণার দাবি, বাম ছাত্র সংগঠনের জোট চারটি আসনে জিতেছে। তবে বিশ্ববিদ্যালয়ের একক ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি। 


তাঁর কথায়, "চার হাজারের কাছাকাছি ভোটার ছিলেন। একক ছাত্র সংগঠন হিসেবে এবিভিপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। আমরা ১০টি কাউন্সিলর আসনে জিতেছি। এটাও একটি ছাত্র সংগঠনের ক্ষেত্রে সর্বাধিক। সায়েন্স স্কুলে প্রতিটি আসনেই এবিভিপি-র চেয়ে পিছিয়ে ছিল বিরোধীরা। তিনটি দল একসঙ্গে লড়াই করেছে আমাদের বিরুদ্ধে। এটাই আমাদের শক্তি জানান দিচ্ছে।"  


 আরও পড়ুন, জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচনে ফের বামপন্থীদের জয়জয়কার