মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায়দান করেই ইস্তফা বিচারকের
২০০৭ সালের ১৮ মে হায়দরাবাদের মক্কা মসজিদে একটি পাইপ বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। আহত হন ৫৮ জন।
নিজস্ব প্রতিবেদন : মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ-সহ ৫ অভিযুক্তকে সোমবার বেকসুর খালাস ঘোষণা করার পরই নিজের পদ থেকে ইস্তফা দিলেন এনআইএ-র বিশেষ আদালতের বিচারক রবিন্দর রেড্ডি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেও, রায় ঘোষণার পরই তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে জল্পনা।
আরও পড়ুন- মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় মুক্ত স্বামী অসীমানন্দ-সহ ৫
২০০৭ সালের ১৮ মে হায়দরাবাদের মক্কা মসজিদে একটি পাইপ বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। আহত হন ৫৮ জন। বিস্ফোরণের তদন্তে মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তারা প্রত্যেকেই একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। তদন্ত প্রথম দিকে সিবিআই-এর হাতে থাকলেও ২০১১ সালে তা এনআইএ-র হাতে যায়।
গত সপ্তাহে বিশেষ এনআইএ আদালত এই বিস্ফোরণ মামলার শুনানি শেষ করে। চূড়ান্ত রায়ের দিন স্থির হয় ১৬ এপ্রিল। অবশেষে এ দিন ২২৬ জন সাক্ষী ও ৪১১টি নথি যাচাই করে সোমবার রায় দিল এনআইএ আদালত। তবে, অভিযুক্ত ১০ জনের মধ্যে এখনও ৫জন অধরা।