ফের খুন সাংবাদিক, খবর সংগ্রহের `অপরাধে` প্রাণ গেল শান্তনু ভৌমিকের
ওয়েব ডেস্ক: প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল ত্রিপুরার একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিককে। আগরতলা থেকে কিছুটা দূরে মান্দাইয়ে ঘটনাটি ঘটেছে। আদিবাসী রাজনৈতিক সংগঠন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার (আইপিএফটি) অবরোধ কর্মসূচি ছিল। অশান্তির আশঙ্কায় আগে থেকেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল পুলিস। সেখানেই পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে আইপিএফটি সমর্থকদের। খবর সংগ্রহে সেখানে গিয়েছিলেন সাংবাদিক শান্তনু ভৌমিক। আইপিএফটি সমর্থকেরাই সাংবাদিককে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় ফেলে কোপানো হয় তাঁকে। আহত সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার নিন্দা করেছেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। সেরাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, "পশুর মতো আচরণ। কোনও মূল্যবোধ নেই এদের। এরা সাংবাদিকদের মেরে ফেলছে, সরকারি কর্মচারীদের তো খুন করেই। এরা রাজ্য জুড়ে দাঙ্গা লাগানোর প্রস্তুতি নিচ্ছে"।