ওয়েব ডেস্ক: ১ মিনিটে ৩.২৫ মিলিয়ন! ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর এক মিনিটও কাটল না, 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া' রামনাথ কোবিন্দের টুইটার অ্যাকাউন্টে (@rashtrapatibhvn) ফলোয়ারের সংখ্যা যোগ হল ৩.২৫ মিলিয়ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বয়ং প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর ক্যাবিনেটের অধিকাংশ মন্ত্রী উল্লেখযোগ্য হারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে ব্যবহার করেন। নরেন্দ্র মোদী তো রীতিমতো ভার্চুয়াল জনপ্রিয়তায় টেক্কা দেন বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের। পাশাপাশি সামাজিক মাধ্যম এবং বিশেষত টুইট্যারকে ব্যবহার করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যেভাবে দেশের ও অন্য দেশের জনসাধারণের কাছের মানুষ হয়ে উঠেছেন তা বহুবার প্রশংসিত হয়েছে।


এবার সেই ডিজিটাল যোগাযোগের সরণিতে আগমন ঘটল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ওয়াকিবহাল মহল বলছে, এক মিনিটে ৩.২৫ মিলিয়ন ফলোয়ার যোগ করে শুরুটা একেবারো প্রেসিডেন্ট সুলভ করেছেন তিনি। এখন দেখার গোটা ইনিংসটা কেমন হয়!