সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন দীপক মিশ্র
ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি দীপক মিশ্র। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শপথবাক্য পাঠ করান। সোমবার সকালে অনুষ্টিত ওই অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
উল্লেখ্য, রবিবারই মেয়াদ শেষ হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহরের। তার আগে গত মাসেই প্রধান বিচারপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মিশ্রের।
দিল্লিতে নির্ভয়া ধর্ষণকাণ্ড, সিনেমা হলে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করা নিয়ে হওয়া মামলায় রায় দিয়েছেন বিচারপতি দীপক মিশ্র। ২০১৮ সালের ২ অক্টোবর পর্যন্ত তিনি প্রধান বিচারপতির পদে থাকবেন। বিচারপতি খেহর ওই পদে ছিলেন ২৩৭ দিন।
এর আগে বিচারপতি মিশ্র ছিলেন ওড়িশা হাইকোর্টে। ১৯৯৬ সালের ১৭ জানুয়ারি তিনি ওড়িশা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। সম্প্রতি সাহার মামলা, কাবেরী জলবন্টন মামলা ও বিসিবিআইয়ের বিরুদ্ধে হওয়া মামলায় বিচারের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন-জন্টি, ইনজামাম, পন্টিংদের থেকে অনেক এগিয়ে গেলেন ধোনি