জন্টি, ইনজামাম, পন্টিংদের থেকে অনেক এগিয়ে গেলেন ধোনি
ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। সিরিজের তৃতীয় ম্যাচেও ব্যতিক্রম নয়। এবার রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে, ফের অপরাজিত থেকেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ধোনি। তিনি কেন, ফিনিশার হিসেবে গোটা বিশ্বজুড়ে এত সম্মান পান, তা যেন নতুন করে প্রমাণিত।
আরও পড়ুন জানেন, ২০১৯ বিশ্বকাপে ধোনির খেলা নিয়ে কী বললেন সেহেবাগ?
তথ্য এবং পরিসংখ্যানও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে, ফিনিশার ধোনি ঠিক কতটা এগিয়ে বিশ্বক্রিকেটে বাকিদের থেকে। নিজের কেরিয়ারে রান তাড়া করতে নেমে ম্যাচ জিতিয়েছেন, এমন ৪০টি ইনিংসে অপরাজিত ছিলেন ধোনি। দ্বিতীয় স্থানে থাকা জন্টি রোডস অপরাজিত ছিলেন ৩৩টি ম্যাচে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক অপরাজিত ছিলেন ৩২টি ম্যাচে। আর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে বেরিয়েছেন ৩১টি ম্যাচে।
আরও পড়ুন ফুটবল কেরিয়ারে আরও একটা নজির গড়ে ফেললেন লিওনেল মেসি