রাজীব চক্রবর্তী: সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সুপারিশেই শিলমোহর। তাঁর উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খন্নার নিয়োগে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। কবে? ১১ নভেম্বর। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:Terrorist Attack in Kashmir: ভূস্বর্গ ক্রমশ ভয়ংকর! সোনমার্গের পর এবার গুলমার্গে জঙ্গি হানায় মৃত ৪ সেনা..


সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হংসরাজ খান্নার ভাইপো। দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না। এরপর ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন তিনি। বিচারপতি হংসরাজ যে এজলাস থেকে অবসর নিয়েছিলেন সেই এজলাস থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।


মেয়াদ প্রায় শেষের মুখে। ১০ নভেম্বর অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। নিয়মাফিক শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নামই সুপারিশ করেছিলেন তিনি। 



সুপ্রিম কোর্টে যে সাংবিধানিক বেঞ্চে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল, সেই বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন বিচারপতি খান্না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ার জামিম-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলাতেও সুপ্রিম কোর্টের বেঞ্চে থেকেছেন তিনি। চলতি বছরে অগস্টে মুম্বইয়ের এক কলেজে পড়ুয়াদের বোরখা, হিজাব পরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলারও শুনানি হয়েছিল তাঁর বেঞ্চে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে, তাতে আংশিক স্থগিতাদেশ দিয়েছিল তাঁর বেঞ্চ। 


২০২৫ সালের ১৩ মে অবসর গ্রহণ করবেন বিচারপতি খন্না। সেই হিসেবে ১৮৩ দিন অর্থাত্‍   ছ’মাসের কিছু বেশি সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন তিনি।


আরও পড়ুন: Wife's Murder Case: খুনের দায়ে চার বছর জেল খাটার পর জানা গেল, হেঁটে চলেই বেড়াচ্ছেন স্ত্রী! তাহলে স্বামী কেন আসামি?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)