নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৮ মাস ওই পদে থাকবেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, নতুন দায়িত্বে ব্রাত্য-রাজীব


দেশের একাধিক গুরুত্বপূর্ণ মামলার বিচারের দায়িত্বে ছিলেন বোবডে। অযোধ্যা জমি মামলায় তিনি ছিলেন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সদস্য। ২০১৭ সালে গোপনীয়তা রক্ষা সংক্রান্ত মামলায় বিচারের দায়িত্বে ছিলেন তিনি। প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগে গঠিত কমিটিতেও ছিলেন তিনি। ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন বিচারপতি বোবডে।



নিয়মমাফিক গত ১৮ অক্টোবর পরবর্তি প্রধান বিচারপতি হিসেবে কেন্দ্রের কাছে শরদ বোবডের নাম প্রস্তাব করেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বর্তমানে সুপ্রিম কোর্টে দ্বিতীয় বরিষ্ঠ বিচারপতি বোবডে।


আরও পড়ুন-রাজ্যপালকে ডেকে সঠিক দিকনির্দেশ করুন, অমিত শাহকে বলল তৃণমূল


মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি বোবডের জন্ম ১৯৫৬ সালে নাগপুরে। এসএফএস কলেজ থেকে স্নাতক হয়ে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে থেকে আইনের ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিজের নাম নথিভূক্ত করেন তিনি।



বর্তমানে মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটির উপাচার্যের পদে রয়েছেন বোবডে। ২০০০ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পান বোবডে। ২০১২ সালের মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।