নিজস্ব প্রতিবেদন: হিন্দু সন্ত্রাসবাদী বলে কিছু নেই, ডানপন্থীরা আর এই দাবি করতে পারবেন না। এমনটাই মনে করেন তামিল অভিনেতা কমল হাসান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তামিল দৈনিক আনন্দ ভিকেতনে দক্ষিণী সুপারস্টার লিখেছেন, ''অতীতে হিন্দুত্ববাদী সংগঠনগুলি হিংসায় জড়াত না। বিরোধীদের সঙ্গে আলোচনা করত। কিন্তু এখন হিংসার পথে নেমে এসেছে তারা।'' তাঁর মতে, 'সত্যমেব জয়তে'র উপরে ভরসা হারাচ্ছে হিন্দুরা। বরং শক্তি প্রদর্শনের রাস্তা বেছে নিয়েছেন তাঁরা। হিন্দু সন্ত্রাসবাদী নেই, আর জোর গলায় বলতে পারবে না হিন্দুত্ববাদী দলগুলি। বরং এখন তাদের শিবির থেকেও সন্ত্রাস ছড়ানো হচ্ছে।


তামিলনাড়ুর দুই সুপারস্টার কমল হাসান ও রজনীকান্ত রাজনীতিতে যোগ দিতে পারেন বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। কমল নিজের রাজনৈতিক অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছেন। তিনি বলেছিলেন, ''গত ৪০ বছর ধরে আমার পছন্দের রং স্পষ্ট করেছি। এটা নিশ্চিতভাবেই গেরুয়া নয়।'' 


আরও পড়ুন, 'পদ্মাবতী'র মুক্তি আটকাতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি