কানপুরে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু ৭ জনের, আহত ৩০
কানপুরে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন। ধ্বংসস্তুপের নীচে এখনও আটকে অন্তত ৩০জন।
ওয়েব ডেস্ক: কানপুরে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন। ধ্বংসস্তুপের নীচে এখনও আটকে অন্তত ৩০জন। জানিয়েছেন উদ্ধারকারীরা। গত রাতে কানপুরের জাজমুয়ার KDA কলোনিতে ভেঙে পড়ে এই নির্মীয়মান বহুতলটি। উদ্ধারকাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কাঠামোগত কারণে উদ্ধারকাজে একটু বেশি সময় লাগবে বলে জানানো হয়েছে NDRF-এর পক্ষ থেকে। জানা গিয়েছে, বাড়িটি সমাজবাদী পার্টি নেতা মেহেতাব আলমের। বাড়ির মালিক ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হয়েছে। উদ্ধারকাজ নিয়ে NDRF-এর থেকে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।