জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলেজে বাবা-মায়ের সামনেই বকুনি দিয়েছিলেন অধ্যক্ষ! তারপর? গায়ে আগুন ধরিয়ে দিল পড়ুয়া। প্রাণ বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাভেরি শহরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Exit Poll: ক্রমশ ফিকে গেরুয়া? মামা-র হাতছাড়া এমপি, রাজস্থানে জোর লড়াই, তেলঙ্গানায় কাত কেসিআর!


স্থানীয় সূ্ত্রে খবর,  বাবা-মা হাভেরি শহরে থাকেন। ছেলে থাকত ঠাকুমার সঙ্গে। কোথায়? কর্নাটকেরই হাঙ্গল শহরে। কিন্তু পড়াশোনায় খুবই অমনোযোগী হয়ে উঠেছিল ওই কলেজ পড়ুয়া। এমনকী, ক্লাসেও প্রায়ই অনুপস্থিত থাকত। পরীক্ষা ফল ও ক্লাসে কম উপস্থিতির কারণে বাবা-মাকে ডেকে পাঠান কলেজের অধ্যক্ষ। তাদের সামনেই ওই পড়ুয়াকে বকুনি দেন তিনি। এরপর ঠাকুমার বাড়িতে গায়ে আগুন দেয় ওই পড়য়া।


কেন? পুলিস সূত্রে খবর, কলেজের অধ্য়ক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে ওই পড়ুয়া। অধ্যক্ষের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। তদন্ত চলছে।


আরও পড়ুন:  Telangana: বিরিয়ানিতে মৃত আরশোলা! সোশ্যালে ভাইরাল গ্রাহকের পোস্ট...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)