নিজস্ব প্রতিবেদন: গোয়া, মণিপুর ও মেঘালয়ে কংগ্রেসের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিল বিজেপি। সেই অস্ত্রেই এবার কর্ণাটকে মোদীর দলকে ঘায়েল করতে কোমর বেঁধেছে কংগ্রেস। প্রথমে জাদু সংখ্যা পার করলেও বেলা গড়াতেই ভোটগণনা এগোতেই খানিকটা পিছিয়ে পড়ে বিজেপি। সূত্রের খবর, এই সুযোগে গেরুয়া শিবিরকে ঠেকাতে জেডিএসকে সমর্থন দিতে চলেছে কংগ্রেস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, কর্ণাটকের পরিস্থিতি নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা হয়েছে সেরাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম নবি আজাদের। সেখানেই স্থির হয়েছে, বাইরে থেকে জনতা দল (সেকুলার)-কে সমর্থন দেওয়ার প্রস্তাব দিতে চলেছে কংগ্রেস। বিজেপিকে রুখতে দেবগৌড়ার ছেলে কুমারস্বামীকেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবে তারা। 


কর্ণাটকে ভোটগ্রহণ হয়েছিল ২২২টি আসনে। ম্যাজিক ফিগার ১১২। ৩১টি আসন ইতিমধ্যেই জিতে গিয়েছে বিজেপি। তারা এগিয়ে ৭৪টি আসনে। আর মওকা বুঝেই কোপ মেরেছে কংগ্রেস। বিজেপিকে রুখে দিতে মারলে হেরেও বাজিগর হবে কংগ্রেস।  


আরও পড়ুন- বিজেপির থেকে বেশি ভোট পেয়েও কর্ণাটকে ভরাডুবি কংগ্রেসের