নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে বিজেপি। মঙ্গলবার জি নিউজে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তবে বিজেপি কত আসন পেতে পারে, তা নিয়ে ভবিষ্যতবাণীর রাস্তায় হাঁটেননি তিনি।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিত শাহ বলেন,''বর্তমানে কর্ণাটকে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। চারবছরে সুরক্ষিত হয়নি সাধারণ মানুষের স্বার্থ। কৃষক আত্মহত্যা ১৭৩ শতাংশ বেড়ে গিয়েছে।'' কর্ণাটকের ভোটপ্রচারে মোদীর বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়েছেন রাহুল গান্ধী। গুজরাটে বিজেপিকে চাপে ফেলে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। কর্ণাটকে কি প্রভাব ফেলতে পারবেন তিনি? অমিত শাহের কথায়, ''আগেও কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল গান্ধী। এখন সভাপতি হয়েছেন তিনি। কোনওকিছুই পরিবর্তন হয়নি। কর্ণাটকবাসীর সমস্যার সমাধান হয়নি।এজন্যই হারবে কংগ্রেস।'' মেরুকরণের রাজনীতিও যে প্রভাব ফেলবে না তা স্পষ্ট করেছেন অমিত শাহ। পাশাপাশি প্রধানমন্ত্রীর অত্যাধিক প্রচার নিয়ে বিরোধীদের একহাত নিয়েছেন তিনি। অমিতের কথায়,''গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচার করার অধিকার রয়েছে প্রধানমন্ত্রীর।''  


নির্বাচনী সমীক্ষায় কর্ণাটকে ত্রিশঙ্কু বিধানসভার আভাস মিলেছে। তাহলে কি জেডিএসের সঙ্গে নির্বাচন পরবর্তী জোট হতে পারে? বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে বলে নিশ্চিত অমিত শাহ। জোটসঙ্গীর দরকার পড়বে না। কতগুলি আসন পাবে বিজেপি? এব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন অমিত শাহ। জানিয়েছেন, দু-তিনদিন পরেই বলতে পারবেন। অনেকেই বলছেন, গুজরাট থেকে শিক্ষা নিয়েছেন অমিত শাহ। নিজের রাজ্যে নির্বাচনের আগে দেড়শোটি আসনের কথা ঘোষণা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সে রাজ্যে ক্ষমতায় ফিরলেও একশো আসন পার করতে পারেনি গেরুয়া শিবির। সেজন্যই এবার আগেভাগে কোনও মন্তব্য করতে চাননি অমিত শাহ। 
   
২০১৯ সালের লোকসভা ভোটে ক্ষমতায় ফেরা নিয়েও আত্মবিশ্বাসী অমিত শাহ। তাঁর কথায়, ''প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। এবার নিজের কাজ দেখিয়ে ফিরবেন তিনি।''    


আরও পড়ুন- ডিজিটাল ইন্ডিয়ায় রেলস্টেশনের ওয়াইফাই ব্যবহার করে সিভিল সার্ভিসে উত্তীর্ণ কুলি