ওনার মতো ব্যক্তিগত আক্রমণ করব না, মোদীকে খোঁচা রাহুলের
``নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। আমি সাধারণ মানুষ। ওখানে কখনই ব্যক্তিগত আক্রমণ করব না,`` বললেন রাহুল।
নিজস্ব প্রতিবেদন: চিরকুট না দেখে ১৫ মিনিট ধরে কর্ণাটকে কংগ্রেস সরকারের সাফল্য তুলে ধরার জন্য রাহুলকে চ্যালেঞ্জ করেছেন নরেন্দ্র মোদী। সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতে রাহুলের জবাব, প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিগত আক্রমণ করবেন না তিনি।
গত মঙ্গলবারই কর্ণাটকে ভোটপ্রচারে রাহুলকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, ''কাগজ না দেখে ১৫ মিনিট ইংরেজি, হিন্দি বা নিজের মাতৃভাষায় (পড়ুন ইতালিয়) কর্ণাটক সরকারের সাফল্য তুলে ধরুন কংগ্রেস সভাপতি।'' এদিন তার পাল্টা রাহুল গান্ধী বলেন,''মরিয়া হয়ে উঠলে ব্যক্তিগত আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে আমার ফারাক রয়েছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। আমি সাধারণ মানুষ। ওখানে কখনই ব্যক্তিগত আক্রমণ করব না।''
রাহুল গান্ধী আরও বলেন, কর্ণাটক নিয়ে কিছুই বলার নেই প্রধানমন্ত্রীর। সে কারণে ব্যক্তিগত আক্রমণ করছেন তিনি। প্রধানমন্ত্রীর পদে থেকে এধরনের মন্তব্য শোভনীয় নয়। পিএনবি, অমিত পুত্রের দুর্নীতির অভিযোগ নিয়ে এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ''জয় শাহ বা ছোট মোদীকে নিয়ে একটাও শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী।''
আরও পড়ুন- কর্ণাটকে কংগ্রেসকে 'দেশদ্রোহী' হামলা মোদীর