নিজস্ব প্রতিবেদন: আরও একটি রাজ্যে হারতে চলছে কংগ্রেস? ভোটপ্রবণতায় এগিয়ে থাকা আসনের নিরিখে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল বিজেপি। ১১৮টি আসনে এগিয়ে তারা। অন্যদিকে আরও একটি রাজ্যে হারের মুখে দাঁড়িয়ে রাহুল গান্ধীর দল। কংগ্রেস এগিয়ে ৫৭টি আসন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণের মল্লযুদ্ধে পাল্লাভারী বিজেপির। ভোটগণনা যত এগোচ্ছে, ততই এগিয়ে যাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে জয়ের উজ্জাপন শুরু করে দিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। কর্ণাটকে ২২২টি আসনে নির্বাচন হয়েছিল ভোটগ্রহণ। ম্যাজিক ফিগার ১১২। সেই সংখ্যা পার করে দিয়েছে বিজেপি। ফলে আরও একটি রাজ্য হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। চলতিবছরেই মধ্যপ্রদেশ ও রাজস্থানে হতে চলেছে বিধানসভার ভোট। তার আগে কর্ণাটক হারলে বড়সড় চিড় ধরবে কংগ্রেসের আত্মবিশ্বাসে।



সদানন্দ গৌড়ার কথায়,''জেডিএসের সঙ্গে জোটের প্রশ্নই নেই। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি।''     


 



আরও পড়ুন- প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে থাকলেও 'ত্রিশঙ্কু'র আশায় কংগ্রেস