ওয়েব ডেস্ক: কোনওভাবেই থামানো ‌যাচ্ছে না ব্লু হোয়েল-কে। অনলাইন এই মারণ গেমের ফাঁদে পা দিয়ে দুনিয়াজুড়েই প্রাণ হারাচ্ছে অল্পবয়সী ছেলেমেয়েরা। পশ্চিমবঙ্গেও এই গেম প্রাণ কেড়েছে এক কিশোরের। এবার নীল তিমির শিকার ১১ বছরের এক ছাত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্নাটকের এক কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস সিক্সের ছাত্রী জিজাবাই ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে কেটে ফেলল নিজের আঙুল। স্কুলের বন্ধুদের ওই গেম খেলার কথা বলার পরেই তারা সে কথা শিক্ষকদের বলে দেয়। ফলে এ ‌যাত্রায় বেঁচে ‌যায় ওই ছাত্রীটি।


শিক্ষকরা ওই ছাত্রীকে জেরা করতেই সে কবুল করে নেয় ‌যে সে অনলাইনে ব্লু হোয়েল গেম খেলে। শিক্ষকরা ডেকে পাঠান ওই ছাত্রীর বাবা-মাকে। ছাত্রীটি জানিয়েছে সে ওই গেমটি নামিয়েছে বাবার মোবাইল থেকে।


ছাত্রীর বাবা-মাকে শিক্ষকরা পরামর্শ দিয়েছেন মেয়েকে কোনও ভালো জায়গায় নিয়ে গিয়ে কাউন্সেলিং করতে। পাশাপাশি অভিভাবকদের মিটিং ডেকে তাদের ছেলেমেয়েদের ওপরে নজর রাখতে বলা হয়েছে।


আরও পড়ুন-জুলাই থেকে কতটা বেড়েছে পেট্রল-ডিজেলের দাম? জানলে চমকে যাবেন